খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

তাঁতীদল খুলনা সদর থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আতিয়ার সভাপতি ও হানিফ সাধারণ সম্পাদক

খবর বিজ্ঞপ্তি |
০১:৩১ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


তাঁতীদল খুলনা সদর থানার কর্মী সম্মেলন বিএনপি কার্যালয়ে সোমবার বিকেল ৪টায় খুলনা মহানগর তাঁতী দলের আহবায়ক মোঃ আবু সাইদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সভায় বক্তৃতা করেন মহানগর তাঁতীদলের সদস্য সচিব এড. মোঃ আসলাম হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজা, যুগ্ম-আহবায়ক এড. সৈয়দ মনিরুজ্জামান, যুগ্ম-আহবায়ক সৈয়দ হুমায়ুন কবির, জেলা তাঁতীদলের নেতা মোঃ শহিদুল ইসলাম লিটন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, আনিসুজ্জামান মল্লিক, মো আলমগীর মাষ্টার, শরীফ আহমেদ মোল্লা,  মাহতাব হোসেন, হালিম সর্দার, সোনাডাঙ্গা থানা তাঁতী দলের সভাপতি ডাঃ আবদুল হালিম মোড়ল, খালিশপুর থানা তাঁতী দল সভাপতি শেখ আব্দুর রহিম, খালিশপুর থানা তাঁতীদল সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সোনাডাঙ্গা থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলীমুজ্জামান রানা, ২৬নং ওয়ার্ড তাঁতীদল সভাপতি মোঃ মোহিবুল্লাহ, ১৪নং ওয়ার্ড তাঁতীদল সভাপতি শেখ আনিসুর রহমান, ১৩নং ওয়ার্ড তাঁতীদল সভাপতি আব্দুস ছালামসহ খালিশপুর ও সোনাডাঙ্গা থানা তাঁতী দলের এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের। 
সভায় মোঃ মিয়া আতিয়ার রহমানকে সভাপতি, মোঃ হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদক ও মোঃ ইমরান হোসেন মৃধাকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট খুলনা সদর থানা তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

্রিন্ট

আরও সংবদ