খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ সম্মেলনে

নগরীর নিক্সন মার্কেটের দোকান মালিককে জীবননাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০১:৩১ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


নগরীর নিক্সন মার্কেটের ১২৩নং হোল্ডিংয়ের দোকানে পুরাতন কাপড়ের ব্যবসায়ী ওমর আরাফাত এন্টারপ্রাইজের প্রোফাইটার শেখ মোঃ জান্নুকে জীবননাশের হুমকি দেবার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দোকানটি ২০০৯ সালে আট হাজার টাকা মাসিক ভাড়া নিয়ে পুরাতন কাপড়ের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। স¤প্রতি দোকান মালিকের ছোট জামাই বিভিন্ন সন্ত্রাসীদের দিয়ে জীবননাশের হুমকি দিয়ে দোকান থেকে তাকে তাৎক্ষনিক জোরপূর্বক উচ্ছেদের নানামুখী ষড়যন্ত্র করছে। বাংলাদেশ রেলওয়ের জমিতে তৈরিকৃত দোকানটি আট হাজার টাকা মাসিক ভাড়ার স্থলে ২২ হাজার টাকা আদায় করছে; এতে ক্ষ্যান্ত না হয়ে বিভিন্ন আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে। তাতেও অবৈধভাবে উচ্ছেদ করতে সফল না হওয়ায় আমাকে ও আমার আপন ভাগ্নি কাকলী খানকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ সম্মেলন করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

্রিন্ট

আরও সংবদ