খুলনা | মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

আইচগাতীতে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে হেলাল

শেখ হাসিনার বিচারের রায় প্রমাণ করে দেশে আইনের শাসন ফিরে আসছে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩২ এ.এম | ১৮ নভেম্বর ২০২৫


অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেট বাস্তবায়নের পথ এখন সুস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে যেই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছিল, সেই সংস্কার প্রক্রিয়া এখন কার্যকর রূপ পাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে গুম-খুনের অভিযোগের বিচারের রায় হওয়া এটাই প্রমাণ করে যে দেশে আইনের শাসন ফিরে আসছে।
গতকাল সোমবার আইচগাতীতে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এখন সবচেয়ে বড় দায়িত্ব হলোÑএকটি সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।এই নির্বাচনই ঠিক করবে দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে। জনগণ বহু বছর ধরে যেটা চেয়েছে, সেই জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ এসেছে এবার।বিএনপি প্রথম থেকেই শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম ও গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে এসেছে। জনগণই শক্তির উৎস গণতন্ত্রই আমাদের পথ,বলেন তিনি।
হেলাল বলেন, যারা দেশের মানুষের ওপর অত্যাচার ও নিপীড়ন করে পালিয়ে গিয়েছিল,তাদের বিরুদ্ধে আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছে। আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশে এখন যে নির্বাচনকে বানচাল করবার জন্য যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে। এমন কোনো অপশক্তি নেই বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে পারবে। 
তিনি জনগণের ভোটাধিকারের সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তার নিজের ভোট নিজে দেওয়ার জন্য, তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সড়ক জনপদে জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো রাজনৈতিক কর্মসূচি বিএনপি দেবে না বলে জানিয়েছেন দলের খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “রাজনীতি মানে মানুষের সুবিধা বাড়ানো, কষ্ট দেওয়া নয়। বিএনপি পরিবর্তনের রাজনীতি চায়Ñসংঘাতের নয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু। এ সময় আরও বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খায়রুল মোল্লা, কামরুজ্জামান টুকু, শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, নাজমুস সাকিব পিন্টু, আব্দুস সালাম মল্লিক, রিয়াজ মোল্লা, আরিফুর ইসলাম আরিফ, আলী আজগর, খান সাহানুর রহমান আর্জু, শেখ আনিসুর রহমান, আতাউর রহমান রনু, বাবু উজ্জ্বল কুমার সাহা, গোলাম মোস্তফা তুহিন, শেখ সাঈদ, মাহমুদুল আলম লোটাস, মোল্লা সাইফুর রহমান সাইফ, মোল্লা সাইফুর রহমান মিন্টু, চৌধুরী কাওছার আলী, বিকাশ মিত্র, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, আসাদুজ্জামান বিপ্লবসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সভা শেষে স্থানীয় নেতা-কর্মীরা নির্বাচনী প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক কমিটি ও প্রচারণার কৌশল নিয়ে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ