খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বাগেরহাটে শিক্ষার্থীদের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৩:৫৩ পি.এম | ১৮ নভেম্বর ২০২৫


বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা জ্ঞান ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়াতে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এই প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম।

এসময়, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান ফারুকী, বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ, কলেজের বিএনসিসি পুরুষ প্লাটনের সিইও মোঃ সাকিবসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট স্টেশনের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই প্রশিক্ষনে জরুরি মুহূর্তে আগুন লাগলে কিভাবে নিজেকে এবং অণ্যদের রক্ষা করা হবে হাতে কলমে এ কৌশল সেখানো হয়।

প্রশিক্ষন কর্মসূচিতে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসির শতাধিক সদস্য অংশগ্রহন করেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ বলেন, আগুন বা দুর্যোগ কখনো আগাম জানিয়ে আসে না। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা বিএনসিসি  শিক্ষার্থীদের শেখালাম কীভাবে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নিতে হয়, কীভাবে নিরাপদে বের হতে হয়, আর ছাদে আটকা পড়লে কীভাবে রশি দিয়ে উদ্ধার করা যায়। এ ধরনের প্রশিক্ষণ থাকলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনা বা আগুন লাগলে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় তা শেখায়। আত্মরক্ষা এবং অন্যকে বাঁচানোর কৌশল জানা থাকে।

দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি বাড়ায়। কলেজ, বাসা বা হোস্টেলে আগুন লাগলে আতঙ্ক না হয়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে।

বিএনসিসি পুরুষ প্লাটনের সি ইউ ও ছাকিব বলেন, এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। জরুরি সময়ে কীভাবে কাজ করতে হয় তা না জানলে ছোট দুর্ঘটনাও বড় বিপদ হয়ে যেতে পারে। আজকের প্রশিক্ষণে আমরা বাস্তব কৌশল শিখেছি।

কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের নিরাপত্তা জ্ঞান জানা জরুরি। ফায়ার ফাইটিং প্রশিক্ষণ তাদের সাহস, সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াবে। যেকোনো দুর্যোগে তারা নিজেদের পাশাপাশি অন্যকেও সাহায্য করতে পারবে।

্রিন্ট

আরও সংবদ