খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

বিআরটি’র উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২২ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


খুলনা বিআরটি’র উদ্যোগে স্কুল শিক্ষার্থী জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ পথচলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আফিল গেটে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ৫২নং শেখ আমজাদ হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় এই শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিঃ উসমান সরওয়ার আলম। প্রধান বক্তা ছিলেন খুলনা বিআরটিএ’র লাইসেন্স শাখার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন ।
এছাড়া উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ’র মিজানুর রহমান, প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী, কাজী মুরাদুল ইসলাম, নাছিমা খাতুন, দীপ্তি পোদ্দার, পলিয়ারা খাতুন, অমিয় কুমার মলি­ক, মহানন্দ রায়, প্রভাত কুমার, আহসান হাবীব, পেয়ারা খাতুন, মনিরা খাতুন, জয়দেব বিশ্বাস, দিলীপ দাস, কুতুব উদ্দিন, বনশ্রীসহ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি উসমান সরওয়ার আলম বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তার পরিবারকে ৫ লাখ এবং আহত হলে এক থেকে ৩ লাখ পর্যন্ত টাকা প্রদান করছে বিআরটিএ কর্তৃপক্ষ। 

্রিন্ট

আরও সংবদ