খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

কুষ্টিয়ায় নৌকা ডুবিতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


কুষ্টিয়ার ভেড়ামারার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুরে পদ্মা নদীতে ডিঙি নৌকা ডুবির ঘটনায় স্থানীয় দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নৌকা ডুবির ঘটনা ঘটে। মৃত কৃষকের নাম আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)। তারা আখ ক্ষেতে কাজ করার জন্য নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিল। তারা দু’জন ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় রশিদ, মামুন, শরিফুল ও ইউসুফ পদ্মা নদীতে জেগে ওঠা ইসলামপুর চরের আখ ক্ষেতে কাজ করতে বের হয়। তারা চারজন মামুনের ছোট ডিঙি নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিল। মাঝপথে এসে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতার কেটে নদী পার হয়ে যায়। বাকি দু’জন কৃষক নদীতে ডুবে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে ভেড়ামারা থানা ও লক্ষীকুন্ডা নৌ পুলিশ উপস্থিত হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রব তালুকদার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ডিঙি নৌকাতে ৪ জন কৃষক পদ্মা নদীর শাখা (ক্যানাল) পেরিয়ে আখ ক্ষেতে কাজ করার জন্য যাচ্ছিল। নৌকাটি ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাধু সাঁতরে কিনারায় উঠে। সাঁতার না জানায় আব্দুর রশিদ ও মামুন হোসেন নামের বাকি দু’জন কৃষক মারা যায়।
লক্ষীকুন্ড্রা নৌ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি)  খন্দকার শফিকুল ইসলাম বলেন, ডিঙ্গি নৌকা পারাপারের সময় দু’জন কৃষকের মৃত্যু হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা দু’জনের লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ