খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবকের আঙ্গুল উড়ে গুরুতর জখম

বেনাপোল প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে ককটেল বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবকের হাতের আঙ্গুল উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় আহত বিপ্লব হোসেন ককটেল নির্মাতা ও বিক্রেতা মহসিন হোসেনের ছেলে। বাবা মহসিন এলাকায় বোমা কারিগর হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি একটি মামলায় জেল হাজতে আটক রয়েছেন। এলাকাবাসীর ধারণা বিপ্লব রাতের আঁধারে ককটেল অন্যত্র সরানোর চেষ্টা করার সময় সেটি বিস্ফোরিত হয়ে মারাত্মকভাবে আহত হন।
বিস্ফোরণে বিপ্লবের হাতের আঙ্গুল উড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। এতে বিপ্লবের প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরের দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করে।
 

্রিন্ট

আরও সংবদ