খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

হেফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণে মাহফুজ

খবর বিজ্ঞপ্তি |
০১:১৫ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করার পাশাপাশি মহাগ্রন্থ আল-কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। তিনি বলেন, এই প্রতিযোগিতা হিফজুল কুরআনের প্রতি আগ্রহ ও ভালোবাসা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা কুরআন মুখস্থ করে, তারা রাসূল (সা.)-এর প্রকৃত ওয়ারিস।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় নগরীর আড়ংঘাটা জিন্নুরাইন কওমি মাদরাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আড়ংঘাটা ও দৌলতপুর থানার উদ্যোগে হেফজুল কুরআন প্রতিযোগিতায়-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ ইউসুফ মোল্লার সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা জাফর সাদিক আনসারী, মনোয়ার হোসেন আনসারি, অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার নাসিম রেজা, মোঃ রমজান মোল্লা, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, মাস্টার আলতাফ মাহমুদ, মোহাম্মদ বিল্লাল হোসেন ও হাফেজ মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ