খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

কয়রায় মতবিনিময় সভায় বাপ্পী

আমি আমৃত্যু আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করবো

কয়রা প্রতিনিধি |
০১:১৮ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, অনুন্নত কয়রা-পাইকগাছার উন্নয়নের জন্য বিএনপি’র মনোনীত প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে। আমি সুবিধা বঞ্চিত জনসাধারণের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। আপনারা আমার সম্পর্কে জানুন আমার সক্ষমতা বিচার-বিশ্লেষণ করুন। ইতিমধ্যেই আপনারা আমাকে আপনাদের সন্তান-ভাই-বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তাই আপনার অঞ্চলের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আমি আমৃত্যু আপনাদের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করবো। 
মঙ্গলবার সন্ধ্যায় কয়রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, আপনারা আমার চলমান উন্নয়নমূলক কিছু প্রস্তাব রেখেছেন। তার ভিতরে স্থায়ী ভেড়িবাঁধ, যাতায়াতের পিচের রাস্তা, খালগুলো অবমুক্ত করন, মাদ্রাসা মসজিদ, মন্দির নির্মাণ ও সংস্কার করা। আমি কথা দিচ্ছি আপনারা আমাকে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে অবশ্যই এই উন্নয়ন কাজ করবো। সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু, সদস্য কয়রা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা মাওলা বক্স, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক যথাক্রমে এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আবুল কালাম, মাওলানা গোলাম মোস্তফা, ডাঃ রহিম সানা, শহিদুল ইসলাম শহিদ, মাসুম বিল্লাহ, আব্দুল গফফার, আইয়ুব আলী, সাইফুজ্জামান, গোলাম মোস্তফা, আবুল কালাম, জামাল ফারুক জাফরিন, বিল্লাল হোসেন, মহরম, মোস্তাফিজুর রহমান খোকন, আবুল কালাম আজাদ কাজল, নাজমুল হুদা, সিরাজুল ইসলাম, মাকসুদ আলম, হাফিজ, হাবিবুর প্রমুখ। 
এর আগে তিনি সকাল ১০টায় কয়রা উপজেলা বিএনপি অফিসে মহিলা দলের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বেলা ১১টায় বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরসহ সকলের সাথে কুশল বিনিময় করেন। দুপুর ১২টায় আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময় করেন। কয়রা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মরহুম ঢালী মিজানুর রহমানের কবর জিয়ারত ও দোয়া করেন। বিকেল ৪টায় বামিয়া ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলায় মাঠে উপস্থিত দর্শক শ্রোতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাগালী ইউনিয়নের একাধিক গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

্রিন্ট

আরও সংবদ