খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি |
০১:১৮ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দায়িত্ব নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এমইউজে খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে এ দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।
গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের বিভেদ ও অনৈক্যের সুযোগ নিয়ে আর কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের নির্যাতিত ও জুলুমের শিকার সাংবাদিকদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য ইউনিয়নকে গতিশীল করতে নবনির্বাচিতদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 
এমইউজে খুলনার বিদায়ী সভাপতি মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন। দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

্রিন্ট

আরও সংবদ