খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মন্টু

গত এক বছরে খুলনার বিভিন্ন নদ-নদী থেকে অর্ধশতাধিক লাশ উদ্ধার হলেও হত্যার রহস্য উন্মোচন হয়নি

খবর বিজ্ঞপ্তি |
০১:২২ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, প্রায় দেড় যুগ পর বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে এখন নির্বাচনের আমেজ। এর মধ্যে আওয়ামী লীগ লকডাউনের ডাকদিয়ে নিজেরাই ভারতে লীগডাউনে রয়েছে। আওয়ামী ইন্ধনে সন্ত্রাসীরা সারাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিষ্ক্রীয়তায় খুলনাসহ সারাদেশে খুন-সংঘাতের সৃষ্টি হচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার অন্তরায় সৃষ্টি করতে নির্বাচনের পূর্বে সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি করেছে বিগত ১৬ বছরে গড়ে উঠা ফ্যাসিবাদের আশীর্বাদপুষ্ট সন্ত্রাসীরা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে জনগন সকল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ্।
গতকাল মঙ্গলবার বিকালে জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। খুলনার আইনশৃঙ্খলার চরম অবনতি, খুন, ছিনতাই রাহাজানি বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু বলেন, গত এক বছরে খুলনার বিভিন্ন নদ-নদী থেকে অর্ধশতাধিক লাশ উদ্ধার করেছে, কিন্তু এসব হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। সকালে বের হওয়া মানুষটি ও তার পরিবার নিরাপদে সন্ধ্যায় ঘরে ফেরা নিয়ে শঙ্কিত। নিজের ঘরে ঘুমন্ত মানুষকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করছে, ইটের আঘাতে নিষ্পাপ শিশু ও বয়োবৃদ্ধাও বাদ যাচ্ছে না হত্যাকান্ড থেকে। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় ভূমিকা রেখে দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে মনিরুজ্জামান মন্টু আরও বলেছেন, জামাত সকাল-বিকেল বক্তব্য পাল্টে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা জনগণের ভোটকে ভয় পায়, নির্বাচনকে ভয় পায়। কিন্তু বিএনপি জনগণের কাছে যায়, গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি-দেশ চালাতে হলে জবাবদিহি থাকতে হবে, আর ক্ষমতার সীমা না থাকলে দেশ পিছিয়ে যায়। এজন্যই বিএনপি পরিবর্তনের রাজনীতি চায়। দেশের মানুষের মনোযোগ এখন ভোটের মাঠে, এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি জনগণ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আগ্রহী। তারা অভিযোগ করেন, অতীতের মতো সন্ত্রাস বা ভয় দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করলে জনগণই তা প্রতিহত করবে।
সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মোঃ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, জি এম রফিকুল হাসান, মল্লিক আব্দুস সালাম, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন ও আশরাফুল ইসলাম নূর, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ