খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বিএনপি’র প্রয়াত ও অসুস্থ নেতাদের বাসায় মঞ্জু

আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই

খবর বিজ্ঞপ্তি |
০১:২৪ এ.এম | ১৯ নভেম্বর ২০২৫


বাংলাদেশকে অস্থিতিশীল করা ও আগামী নির্বাচন বানচাল করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহŸান জানিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, জাতীয় সার্বভৌমত্বকে কখনও কোনো আদেশ দিয়ে তো বাধ্য করা যায় না। কারণ দেশের সর্বোচ্চ সার্বভৌমত্ব হলো জাতীয় সংসদ। মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করে। জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। ‘আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে সব মতের মানুষ তাদের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘœ, সুষ্ঠু ও ইনক্লুসিভ।’
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর ২৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মরহুম এড. মহসীন মোল্লা, ২৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুস সাত্তার পিনু, সাবেক মন্ত্রী মরহুম এস এম আমজাদ হোসেন, সাবেক মন্ত্রী মরহুম মমিন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মরহুম টগর কাজী, এনজিও ব্যাক্তিত্ব মরহুম কাজী ওহেদুজ্জামান এর বাসভবনে যান এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এরপর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খেজের আহমেদ, অসুস্থ ক্রীড়া সংগঠক ইকবাল হোসেন, অসুস্থ অধ্যাপক ফকির রেজাউদ্দিন, নিরালা জনকল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক অসুস্থ জিয়াউর রহমান, অসুস্থ এড. শেখ ইউনুচ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক অসুস্থ দ্বীন মোহাম্মাদ মোল্লা, সম্মিলিত পেশাজীবী সংগঠন খুলনা মহানগর শাখার সদস্য সচিব বিশিষ্ট ডাক্তার সেখ আকতারুজ্জামানসহ সকল পরিবারের সাথে সাক্ষাত করে তাদের সুস্থতা কামনা করেন এবং দোয়া চান। 
এ সময় থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে নজরুল ইসলাম মঞ্জু অরোও বলেন, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ঘোষিত রায়ে দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যুত্থানে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।
সাক্ষাত এর সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু নিয়াজ আহমেদ তুহিন, গিয়াসউদ্দিন বনি, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, জোয়াদ্দার শফিকুল ইসলাম জলি, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আব্দুল জব্বার, আব্দুল মতিন, আনিসুর রহমান আরজু, মেহেদী হাসান সোহাগ, নাসির খান, ওমর ফারুক, আল বেলাল, মোস্তফা কামাল, মোহাম্মাদ আলী, জাকারিয়া লিটন, রিয়াজুর রহমান, খায়রুল ইসলাম লাল, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, খান শহিদুল ইসলাম, মাজেদা খাতুন, জাহাঙ্গীর হোসেন, মাসুদ খান বাদল, মাসুদ আহমেদ, হুমায়ুন কবির, সাইমুন ইসলাম রাজ্জাক, শাহাবুদ্দিন আহমেদ, জামাল মোড়ল, মিজানুজ্জামান তাজ, সাব্বির আহমেদ, মিজানুর রহমান মিজান, এস কে মাহমুদ, সুলতান সালাউদ্দিন সুমন, নুরুল ইসলাম লিটন, অলিয়ার রহমান অলি, খান রাজিব, ওহেদুর রহমান বাবু, সিরাজুল ইসলাম বাবলু, আব্দুল্লাহ আল মামুন, মনিরুজ্জামান মনি, সেলিম বড় মিয়া, শহিদুল ইসলাম লিটন, এ আর রহমান, ইউনুচ শেখ, মাসুদ রেজা, মুশফিকুর রহমান অভি, শরিফুল ইসলাম সাগর, রাজিবুল আলম বাপ্পি, মিজানুর রহমান বাবলু, আব্দুস সালাম, শাহাবুদ্দিন আহমেদ, অসাদ সানা, আসমত হোসেন, মোস্তফা জামান মিন্টু, রবিউল ইসলাম খান, ইয়াদউদ্দিন, জাহান আলী, জামান চৌধরী, খায়রুল বাসার, আব্দুল লতিফ সুইট, জি এম রাজু, হাফিজুর রহমান রাজু, আতিকুর রহমান লিটন, রাজু আহমেদ রাজ, ইনামুল কবির, পারভেজ মোড়ল, কামরুল বিশ্বাস, আশিকুর রহমান, শফিউদ্দিন, জুয়েল রহমান, সজল আকন নাসিব, এমরান হোসেন, রুহুল আমিন রাসেল, শাহনেওয়াজ, মিজানুর রহমান বাবু, খান ফয়সাল, কামাল হোসেন আবুল কাশেম, মোঃ বাবুল, মহসীন শেখ, বাবুল হোসেন, শামীম রেজা, ফারুক আকন, হারুন হেলাল, বায়জিদ হাসান, রিফাত আমিন, মামুনুর রহমান রাসেল, নাজমা বেগম ও লাকি আক্তার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ