খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতসমর্থিত টিটিপির ২৩ ‘জঙ্গি’কে হত্যা করল পাকিস্তান

খবর প্রতিবেদন |
০৩:১৬ পি.এম | ২০ নভেম্বর ২০২৫


পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগানিস্তান সীমান্তের কাছে দুটি লক্ষ্যভিত্তিক অভিযানে ২৩ জন ‘জঙ্গি’কে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানা যায়। ইসলামাবাদের আত্মঘাতী বোমা হামলার এক সপ্তাহের মধ্যে এই অভিযানগুলো চালানো হয়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নিহতরা পাকিস্তানি তালেবান (টিটিপি) বা এর সহযোগী গোষ্ঠীর সদস্য এবং তাদের পেছনে ভারতের সমর্থন রয়েছে বলে অভিযোগ করা হয়—যা কাবুল ও নয়াদিল্লি বহুবার অস্বীকার করেছে। সেনাবাহিনী তাদের খাওয়ারিজ বা আফগানিস্তান ও ভারতের সমর্থনপ্রাপ্ত জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে।  

অভিযান দুটি চালানো হয় খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায়—এলাকাটি ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্তপারের জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার জন্য বিশেষভাবে পরিচিত।

বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান সর্বোচ্চ গতি বজায় রাখবে। 

্রিন্ট

আরও সংবদ