খুলনা | বৃহস্পতিবার | ২০ নভেম্বর ২০২৫ | ৬ অগ্রাহায়ণ ১৪৩২

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:২১ পি.এম | ২০ নভেম্বর ২০২৫


মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হলো ৪৭৬ রানে। মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া শতক দলের জন্য বড় অবদান রাখে। প্রথম তিন উইকেট মাত্র ৯৫ রানে হারালেও, পরবর্তী ব্যাটসম্যানদের ধারাবাহিক সেঞ্চুরিতে বাংলাদেশ এক বিরল রেকর্ড গড়েছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ার বিরল কীর্তি অর্জন করেছে। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এর আগে মাত্র দুইবার এই কীর্তি হয়েছে ১৯৭৯ সালে ভারত, ২০২৩ সালে পাকিস্তান।

ব্যক্তিগত মাইলফলতেও দিনটি ছিল স্মরণীয়। মুশফিকুর রহিমের শততম টেস্টে শতক, যা তাকে ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে শতক করা খেলোয়াড় বানালো। লিটন দাসও প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচে শতক করে দারুণ ফর্ম দেখালেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ৯১ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাট করছে, আর বাংলাদেশের বড় সংগ্রহের ফলে তারা এখনও ৩৮৫ রানে পিছিয়ে।

্রিন্ট

আরও সংবদ