খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরায় মতবিনিময়কালে নয়া জেলা প্রশাসক

আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য সর্বাত্মক করতে আমরা বদ্ধপরিকর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৫ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেছেন সামনে জাতীয় নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের জন্য সর্বাত্মক করতে এবং সুষ্ঠ ও একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এর কোন ব্যত্যয় হবে না। 
বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সুধীজনদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি আরো বলেন সাতক্ষীরার জনগণ যাকে খুশি তাকে তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন করবে। শুধু এই প্রক্রিয়াটাকে সুষ্ঠু এবং সঠিকভাবে জনগণের সামনে উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য। সরকার যেভাবে কর্মপরিকল্পনা নির্ধারণ করবে আমরা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। তিনি সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সুধীজনরা বলেন আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় এবং সৃজনশীল। এ জেলার ইতিহাস ঐতিহ্য গর্বের। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। 
নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার-এঁর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপত্বি ডাঃ আবুল কালাম বাবলা, দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী,  দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সুশীলনের উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, সাংবাদিক আবুল কাশেম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান  বাবু, ছাত্র প্রতিনিধি মোঃ আরাফাত হোসেন প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ