খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

বটিয়াঘাটায় আমির এজাজ খানের নির্বাচনী জনসভা

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


খুলনা-১ আসনে আমির এজাজ খানের পক্ষে বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও খুলনা-১ আসনে আমির এজাজ খানের মনোনয়ন দেয়ার দাবিতে বটিয়াঘাটা উপজেলার বিশ্বরোড মোড়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির এজাজ খান।
বক্তারা বলেন, জেল জুলুম, মামলা হামলা, সব কিছুকে উপেক্ষা করে আমির এজাজ খান এখনো রাজ পথে আছেন। এই এলাকার মানুষ ৫ আগস্টের আগে আমির এজাজ খানকে ছাড়া কাউকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে রাজপথে দেখেনি। যারা এসেছেন তারা ৫ আগস্টের পরের অতিথি। তাই আমির এজাজ খানকে ছাড়া এই এলাকার মানুষ অন্য কাউকে ধানের শীষের কান্ডারী হিসেবে মেনে নেবে না।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন¡ আশিকুজ্জামান আশিক। বিশেষ অতিথি ছিলেন আসিত কুমার সাহা, আঃ মান্নান খান, মোঃ মোজাফ্ফার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, কামরুল ইসলাম শিপার, সাইফুর রহমান, ওয়াহেদুজ্জামান, কারিমুল ইসলাম, আবুবকর সিদ্দিক নিরু, ব্রজেন চালী, বাহাদুর মুন্সী, হেলাল শেখ, আবুল হোসেন তালুকদার, রেহেনা আফরোজ সুইটি, বাপ্পি খান, আয়সা আক্তার সোনিয়, সৈয়দ মনিরুল হাসান হিরো, শহিদ বিশ্বাস। মোঃ ইসমাইল খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জব্বার, গপ্ফার, কে এম সুমন, বায়েজিদ বিশ্বাস, শফিক, সামসুল হক, আবুল হোসেন মেম্বর, সুমন খান, মঞ্জুর রহমান মোঃ হাফিজ, মোঃ নাজমুল, কাশেম খান।

্রিন্ট

আরও সংবদ