খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

সহ-সভাপতি রবি, সেক্রেটারি টুটুল

বাগেরহাটে ২০ বছর পর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:১৬ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


দীর্ঘ ২০ বছর পর উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজীবন সদস্যদের প্রত্যক্ষভোটে সরকারি পিসি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি সহ-সভাপতি এবং বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এই ফলাফল ঘোষনা করেন। এর আাগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। রেডক্রিসেন্ট সোসাইটির ২ হাজার ৭শ’-এর বেশি আজীবন সদস্যের মধ্যে ৭৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
এর মধ্যে বিজয়ী প্রার্থী সহ-সভাপতি প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি ৪৪১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী বিএনপি নেতা এসকেন্দার হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। সেক্রেটারি পদে ৩৯৮ ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থী মাহবুবুর রহমান টুটুল। তার দুই প্রতিদ্ব›দ্বী প্রার্থী বাগেরহাটে জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান পেয়েছেন ২১১ এবং রেডক্রিসেন্টের সাবেক সেক্রেটারি দিদারুল আলম বাবুল পেয়েছেন ১৪৮ ভোট।
৫টি কার্যনির্বাহী সদস্য পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ীরা হলেন বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী এস এম মাহাবুব মোর্শেদ লালন, মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা ফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন (লাকী), ফারুকুজ্জামান বাপ্পী, রেডক্রিসেন্টের সাবেক যুব প্রধান মোঃ আল আমিন সরদার। সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নির্বাচন হয়েছিল।
 

্রিন্ট

আরও সংবদ