খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়ামে ওয়াহিদ হোসেন

টেকসই বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক |
০২:১৭ এ.এম | ২১ নভেম্বর ২০২৫


‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন’ বিষয়ক সিম্পোজিয়াম বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এবং কুয়েটের যৌথ আয়োজনে সিম্পোজিয়ামের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।
মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ না হলে আগামীতে এ খাত সরবরাহ সংকটে পড়তে পারে। টেকসই বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। তাই আমাদের বিদ্যুৎ ও জ্বালানি গবেষক সংখ্যা বাড়াতে হবে। বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে এ খাতকে পুর্নগঠন করা সম্ভব। জ্বালানি একটি অর্থনীতির ভিত্তি, তাই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহŸান জানান তিনি।
মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি তাঁর বক্তব্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে গবেষণা, উদ্ভাবন এবং সরকারের বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, “টেকসই ভবিষ্যতের জন্য প্রচলিত জ্বালানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উৎসগুলোর পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থাগুলোর মধ্যেকার এই সহযোগিতা দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে”।
কুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সিম্পোজিয়ামে দেশের বিভিন্ন গবেষক এবং নীতি নির্ধারকগণ অংশগ্রহণ করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি ছিলেন বিইপিআরসি-এর সদস্য (উদ্ভাবন) ড. মোঃ রফিকুল ইসলাম, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভ‚ঞা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ খালেকুজ্জামান। উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তৃতা করেন কুয়েটের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন। সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
এই সেশনে কি-নোট পেপার উপস্থাপন এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন বিইপিআরসি-এর পরিচালক (উদ্ভাবন) ড. হাসান মাহমুদ। টেকনিক্যাল সেশনে দু’টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এবং এনার্জি সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শামীম হোসেন। সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ প্যানেলের সাথে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং গবেষণার ভবিষ্যত দিকনির্দেশনা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। এই সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম  তৈরি হবে বলে মনে করছে আয়োজকবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ