খুলনা | শুক্রবার | ২১ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও

খবর প্রতিবেদন |
০৬:০৭ পি.এম | ২১ নভেম্বর ২০২৫


সকালের ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা গুজবের দৌরাত্ম্য। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার বেশির ভাগই এআই–নির্মিত বা অন্য দেশের পুরোনো ফুটেজ। কোথাও দাবি করা হচ্ছে মেট্রোরেলের ভায়াডাক্ট ভেঙে গেছে, আবার কোথাও ছড়ানো হচ্ছে গাজীপুরে ভবন ধসের খবর। এমনকি নীলক্ষেত–নিউমার্কেট এলাকার একটি ভবন হেলে পড়েছে- এমন গুজবও ছড়িয়ে পড়ে, যদিও ভবনটির ডিজাইনই তেমন এবং বাস্তবে কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফেসবুকে দেখা গেছে, বিভিন্ন নামসর্বস্ব গ্রুপ–পেজ ও ব্যক্তিরা ব্যাপক গুজব ছড়াচ্ছে। বিশেষ করে এআই–নির্মিত ভিডিও ও মনগড়া তথ্য পোস্ট করা হচ্ছে বেশ কিছু অ্যাকাউন্ট থেকে, যা দ্রুত ছড়িয়ে পড়ছে। অনলাইনে ছড়ানো এসব ভিডিওর কিছুতে দেখা যায় ঢাকার মেট্রোরেলের ভায়াডাক্ট ভেঙে যাচ্ছে, আবার কোথাও দাবি করা হচ্ছে গাজীপুরে একটি কারখানায় ধস নেমেছে। কিন্তু সংশ্লিষ্ট কোনো সংস্থাই এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

এ ছাড়া অন্য দেশের ভূমিকম্প–পরবর্তী সময়ের বিভিন্ন ছবি ও ভিডিওও বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে নিউমার্কেট–নীলক্ষেত এলাকার একটি ভবন হেলে পড়েছে- এমন গুজবও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অথচ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ডিজাইনই এমন। সেখানে কোনো ধস বা কাঠামোগত ক্ষতি হয়নি।

এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় জনমনে সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার। যার শক্তি খুব বেশি নয়, তবে তা স্পষ্টভাবে অনুভূত হয়। সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬.০ মাত্রার মধ্যে হয়। এ ধরনের ভূমিকম্পে মাটির কাঁপা স্পষ্টভাবে অনুভূত হয়, ঘরের ভেতর আসবাবপত্র বা হালকা বস্তু নড়তে পারে, তবে সাধারণত বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না।

তিনি বলেন, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, তবে সব সময় তা তীব্র হয় না। সহজভাবে বলতে গেলে, এটি খুব দুর্বল নয়, আবার খুব শক্তিশালীও নয়- মাঝারি ধরনের ভূমিকম্প।

্রিন্ট

আরও সংবদ