খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৭ অগ্রাহায়ণ ১৪৩২

নগরীতে ইসলামী যুব আন্দোলনের নবীন সদস্য সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


খুলনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবীন সদস্য সম্মেলন শুক্রবার সকাল ১০টায় নগরীর নবপল­ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সোনাডাঙ্গা, সদর, লবনচরা ও হরিণটানা থানা শাখার উদ্যোগে নবীন সদস্য সম্মেলন সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলামের সভাপতিত্বে সদর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসান আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের মহানগর সভাপতি মোহাম্মাদ আব্দুর রশিদ। সম্মেলনে আরো বক্তৃতা করেন বন্দ আমজাদ হোসেন, মমিনুল ইসলাম নাসিব, মোঃ মামুনুর রশিদ, মোঃ হাসান ও মাওলানা জুম্মান হুসাইন। 
সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ গাজী, মোঃ শামীম সাইফী, মোঃ ইমাম হোসাইন, মোঃ মইন উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, শাহীন হাওলাদার, কাউসার আহমেদ, আব্বাস আলী, ডাক্তার আব্দুল্লাহ, মোঃ ইমরান হোসাইন, মুফতি খালিদ সাইফুল্লাহ, মুহাম্মাদ ডালিম, মুহাম্মাদ আল আমিন, জাহাঙ্গীর আলমসহ থানা, ওয়ার্ড শাখার বিভিন্ন দায়ীত্বশীল ও নবিন সদস্যবৃন্দ। 
সম্মেলনে বাকি সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সাধারণ সম্পাদক হিসেবে মমিনুল ইসলাম নাসিবের নাম ঘোষণা করা হয়।

্রিন্ট

আরও সংবদ