খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৮ অগ্রাহায়ণ ১৪৩২

পাইকগাছার হরিঢালী ইউনিয়নে শ্রমিক সমাবেশে আবুল কালাম

সংসদ নির্বাচনে শ্রমিক সমাজকে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ২২ নভেম্বর ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জুলাই বিপ্লব পূর্ব বাংলাদেশে মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিলো না। দুর্নীতি, চাঁদাবাজী, লুটপাট, অপরাধ ও জুলুমবাজিতে গোটা দেশ ছেয়ে গিয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিলো, অন্তর্বতী সরকার সে ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশে দুর্নীতি ও অনিয়ম এখনো রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পরেনি। তাই এ অবস্থার একটি ইতিবাচক পরিবর্তন সরকার। তিনি বলেন, আসন্ন নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই কোন শ্রেণির ও পেশার মানুষকে ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শ্রমিক সমাজকে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহŸান জানান।
গতকাল শুক্রবার সকালে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
১নং হরিঢালী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাকফার মোড়লের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম, ইসলামী ছাত্রশিবিরে জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, সেক্রেটারি মোঃ অয়েসকুরুনী, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল ইসলাম, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, উপজেলা কর্ম পরিষদ মাওলানা আব্দুল হান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি ডাঃ আসাদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা উপজেলা উত্তর থানার সেক্রেটারি মোঃ ইয়াসিন আরাফাত, সাহিত্য সম্পাদক রিফাত সরদার, হরিঢালী ইউনিয়ন আমীর আতাউর রহমান, সেক্রেটারি হুসাইন আহম্মেদ, সহকারী সেক্রেটারি মোঃ আসলাম বিশ্বাস, ৪নং হরিদাসকাটি ওয়ার্ডের সভাপতি মজিবার ফকির, সেক্রেটারি ডাঃ হাসানুজ্জামান, বায়তুল সম্পাদক ডাঃ এনামুল হক, আনোয়ারুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা আকবার হুসাইন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ