খুলনা | শনিবার | ২২ নভেম্বর ২০২৫ | ৮ অগ্রাহায়ণ ১৪৩২

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

খবর প্রতিবেদন |
০৩:৩৯ পি.এম | ২২ নভেম্বর ২০২৫

 

দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মর্জিনা বেগম, তানজিমা বেগম, সাদিয়া ও শাম্মী আক্তার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী ওয়াকা পরিবহনের একটি মিনিবাস বেপরোয়া গতিতে নশিপুর এলাকায় পৌঁছালে কমলপুর থেকে কান্তনগর মেলার উদ্দেশে যাত্রী নিয়ে যাওয়া ব্যাটারিচালিত একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত আরও তিনজনকে নশিপুর এলাকার একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

তিনি জানান, দুপুর দুইটার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

ওসি আরও জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।’

্রিন্ট

আরও সংবদ