খুলনা | রবিবার | ২৩ নভেম্বর ২০২৫ | ৯ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরায় মোটরসাইকেল ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ২৩ নভেম্বর ২০২৫


সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজারের কাছে সাতক্ষীরা-ভোমরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রিতের নাম ফজর আলী (৭৩)  তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বাদামতলা এলাকার কারিগর পাড়ার বাসিন্দা।নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, চাচা বয়স্ক মানুষ এবং অসুস্থ ছিলেন। নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি  মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে  গিয়ে আহত হন। দ্রুততাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি  বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৮টায় তার জানাজা অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।
আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবল হোসেন জানান, জামায়াতের শোডাউনের গাড়ি যাচ্ছিল সাতক্ষীরার দিকে। ওই সময়ে ফজর আলী নামাজের জন্য মসজিদে রওনা দেন। সড়ক পার হওয়ার সময় শোডাউনের একটি গাড়িতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গিয়ে তিনি আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

্রিন্ট

আরও সংবদ