খুলনা | রবিবার | ২৩ নভেম্বর ২০২৫ | ৯ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলের ২৫টি চোরাই মোবাইলসহ দুই চোর দিঘলিয়ায় গ্রেফতার

নড়াইল প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ২৩ নভেম্বর ২০২৫


নড়াইলে ২৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার মধ্যরাতে খুলনা জেলার দিঘলিয়া থানার পারহাজী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২৫টি চোরাই মোবাইল ফোন, ১১,২২০ টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার রাজু মোল্লা ও ফজর আলী মোল্লা দিঘলিয়ার পারহাজি গ্রামের বাবুল মোল্লার ছেলে।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর রাতে নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ডে অবস্থিত সুমন সুপার মার্কেটের রাইশা টেলিকম এ্যান্ড মোবাইল এক্সেসরিজ হতে ২৫টি মোবাইল ফোন, ১১ হাজার ২২০ টাকার এমবি ও মিনিট কার্ড চুরি যায়। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাস নড়াইল সদর থানায় একটি চুরির মামলা করেন। মামলার পর সদর থানার একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ সুজাত আলী ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই  মোঃ জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি চৌকস দল ২০ নভেম্বর রাতে অভিযান চালায়। এ সময় পেশাদার চোর চক্রের দুই সদস্য মোঃ রাজু মোল্লা ও ফজর আলী মোল্লাকে তাদের ভাড়া বাসা থেকে চোরাই মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

্রিন্ট

আরও সংবদ