খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

খবর বিনোদন |
০১:২৮ পি.এম | ২৩ নভেম্বর ২০২৫


মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘চাঁদের আলো’ খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৯০ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

শনিবার এক পোস্টে অভিনেত্রী মুক্তি নির্মাতা শেখ নজরুলের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেলেন আমার ‘চাঁদের আলো’ সিনেমার জনপ্রিয় পরিচালক শেখ নজরুল ইসলাম মামা।’

এর আগে গত ১৬ নভেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে ‘চাঁদের আলো’ সিনেমার নায়িকা মুক্তি নির্মাতা শেখ নজরুলের অসুস্থতার কথা জানিয়েছিলেন। এদিন তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হলে তড়িঘড়ি করে ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান শেখ নজরুল ইসলাম। নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে কাজ করেছেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ‘চাবুক’ মুক্তি পায় ১৯৭৪ সালে।

শেখ নজরুল ইসলাম নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ প্রভৃতি।

্রিন্ট

আরও সংবদ