খুলনা | সোমবার | ২৪ নভেম্বর ২০২৫ | ৯ অগ্রাহায়ণ ১৪৩২

এবার ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প

খবর প্রতিবেদন |
০৩:৫৪ পি.এম | ২৩ নভেম্বর ২০২৫


মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের পর এবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএমকেজি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়মিতই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

এর আগে,বাংলাদেশ সময় রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূ কম্পন মিয়ানমারে আঘাত হানে এই । একই সময়ে পার্শ্ববর্তী থাইল্যান্ডেও ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে।

্রিন্ট

আরও সংবদ