খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থার জন্য ‘হুমকি স্বরূপ’, ‘মাফিয়াতন্ত্র কায়েমের ইঙ্গিত

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ২৪ নভেম্বর ২০২৫


চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ভাইরাল বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। দলটির দাবি, ওই বক্তব্য সুশাসন ও নির্বাচনকালীন নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থার জন্য ‘হুমকি স্বরূপ’ এবং ‘মাফিয়াতন্ত্র কায়েমের ইঙ্গিত বহন করে।’
রোববার চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম-সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে দলটি জানায়, রোববার বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ মারফতে পর্যবেক্ষণ করে আমরা জানতে পেরেছি শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামের প্রবীণ জামায়াত নেতা শাহজাহান চৌধুরী উনার বক্তব্যে পুলিশ-প্রশাসনকে জামায়াতের দলীয় নেতাদের নির্দেশে উঠবস করা, কাউকে মামলা দেওয়া এবং গ্রেফতার করার কথা বলেছেন। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় মার্কার প্রচার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় জামায়াত প্রার্থীর কথামতো উন্নয়ন বরাদ্দ প্রদানের কথা বলেছেন।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, শাহজাহান চৌধুরীর বক্তব্যে পুলিশ-প্রশাসনকে নির্বাচনকালীন দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করার নিন্দনীয় অভিপ্রায় পরিলক্ষিত হয়েছে। আমরা এ ধরনের ঘৃণ্য প্রচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই রাজনৈতিক ফায়দা নিশ্চিত করতে প্রশাসনকে কুক্ষিগত করে মাফিয়াতন্ত্র কায়েম করা আর চলবে না।
বিবৃতিতে বলা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য কাক্সিক্ষত স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা সে লক্ষ্যে জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে সবসময়ই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসনের নিরেপক্ষতা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থেকেছি। জাতীয় নাগরিক পার্টি-চট্টগ্রাম মহানগর সবসময়ই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে নিজের সাংগঠনিক অবস্থান জানান দিয়েছে।
আমরা বিশ্বাস করি, পুলিশ-প্রশাসন কোনো একক দলের গোলাম নয়। পুলিশ-প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে, কোনো একক দলের গোলাম হবে না।
প্রশাসনকে দলীয়করণ করার প্রচেষ্টাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা। আমরা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যক্তিগত এবং দলীয় বাহিনী করার মতো প্রচেষ্টার নিন্দা জানাই এবং উক্ত বক্তব্য প্রত্যাহারের আহŸান জানাই। আমরা আশা করছি বর্তমান সরকার আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত রাখবে, সুষ্ঠু এবং নিরেপক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে সচেষ্ট ভূমিকা পালন করবে।

্রিন্ট

আরও সংবদ