খুলনা | মঙ্গলবার | ২৫ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

লটারিতে বদলি ৬৪ জেলার এসপি প্রজ্ঞাপন যেকোনো দিন

খবর প্রতিবেদন |
০১:২৩ এ.এম | ২৫ নভেম্বর ২০২৫


দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) একযোগে বদলি করতে যাচ্ছে সরকার। বিতর্ক এড়াতে এবার প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসপি পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার দপ্তরে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিকতা শুরু করেছে। চলতি সপ্তাহের যেকোনো দিন প্রজ্ঞাপন জারি হতে পারে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
এদিকে দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পাবনা, ফরিদপুর ও হবিগঞ্জে এসপি পদে স¤প্রতি জারি করা প্রজ্ঞাপনগুলো নতুন সিদ্ধান্তের কারণে বাতিল হয়ে যাবে।
সরকারের নীতিনির্ধারকরা বলছেন, লটারির এই প্রক্রিয়া মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং নিয়োগ-বদলিকে কেন্দ্র করে অতীতের বিতর্ক কমাবে। একইসঙ্গে যেসব পুলিশ কর্মকর্তাদের নিয়ে বিতর্ক রয়েছে তাদেরকে জেলা পুলিশে পদায়ন করা হচ্ছে না। তাদের পুলিশের অন্য ইউনিটগুলো পদায়ন করা হবে।

্রিন্ট

আরও সংবদ