খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

তেরখাদায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক |
০৩:৩৭ পি.এম | ২৫ নভেম্বর ২০২৫


খুলনা জেলার তেরখাদা থানাধীন মোকামপুর পুলিশ তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাজমুল মোল্লা (৫০) ও মোসাঃ রহিমা বেগম (৫০)।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ১৯ নভেম্বর ভিকটিমের খালা গ্রেপ্তারকৃত রহিমা বেগম ভিকটিমকে নিয়ে ভিকটিমে নানার বাড়িতে যায়। ভিকটিম তার নানার বাড়িতে থাকা অবস্থায় ভিকটিমের খালার সহায়তায় গ্রেপ্তারকৃত মো. নাজমুল মোল্যা গত ২০ ও ২১ নভেম্বর ভিকটিমকে ধর্ষণ করে।

এই ঘটনায় গত ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) মূলে একটি মামলা দায়ের করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ