খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

দেশ নির্বাচনমুখী : দ্রুত তফসিল ঘোষিত হোক

|
১২:০৯ এ.এম | ২৬ নভেম্বর ২০২৫


দেশে পুরোদমে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দলগুলো তাদের প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত করে এনেছে। প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে নেমে পড়েছেন। শহর থেকে গ্রাম সর্বত্রই এখন আলোচনায় প্রাধান্য পাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আশা করা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করবে। অর্থাৎ হাতে সময় রয়েছে মাত্র দুই সপ্তাহ। এরপরই শুরু হবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন অভিমুখে যাত্রা।
ইসির পক্ষ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। গত ১ নভেম্বর নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম পটুয়াখালীতে সাংবাদিকদের বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে।’ ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করতে হলে ৩ বা ৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো একটি তারিখে তফসিল ঘোষণা করতে হবে। কারণ প্রথম সপ্তাহের ৫ ও ৬ তারিখ হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনে তফসিল ঘোষণার নজির নেই। আর দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে হলেও ৭ থেকে ১১ তারিখের মধ্যেই তা করতে হবে।
আগামী ফেব্র“য়ারিতে রমজান মাস শুরু হওয়ার আগে নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৫ থেকে ১২ ফেব্র“য়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ইসির। এ ছাড়া ইসি এবার ভোটগ্রহণের আগে ৬০ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করতে চায়। সে ক্ষেত্রে ৭ ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। সার্বিক এই অবস্থায় কবে ঘোষণা হতে যাচ্ছে নির্বাচনের তফসিল, এ নিয়ে কৌতূহল এখন অনেকের। ভোট নিয়ে ‘শঙ্কা’ কাটাতে রাজনৈতিক দলগুলোও তফসিলের তারিখ জানাতে তাগাদা দিয়ে আসছে।
দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাজনীতিবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি প্রধান উদ্বেগের কারণ। এরই মধ্যে চট্টগ্রাম নগরীতে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি’র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল­াহ। দেশের বিভিন্ন স্থানে আরো অনেক রাজনৈতিক নেতাকর্মী হতাহতের ঘটনা ঘটেছে। ইসি সচিবালয় সূত্র জানায়, আগামী ২৭ নভেম্বর আইন-শৃঙ্খলা নিয়ে পরিকল্পনা ও দিকনির্দেশনামূলক বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বাহিনী প্রধান, সংস্থা ও বিভাগের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া আগামী ৩০ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়োগ, পরিকল্পনা, সমন্বয় ও দিকনির্দেশনামূলক আলোচনা করার সময় নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদসচিবসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের প্রধানদের নিয়ে এই বৈঠক হবে। এই দু’টি বৈঠকের পরই তফসিল ঘোষণার পথে হাঁটবে ইসি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, ‘নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটি নির্বাচন পেতে পারি।’ দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশার কেন্দ্রস্থলে রয়েছে ঘোষিত সময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আমরা চাই, দ্রুত তফসিল ঘোষিত হোক এবং আগামী নির্বাচন হোক শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

্রিন্ট

আরও সংবদ