খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

‘গোটা ভারতবর্ষ হেলিয়ে দেব’ : এসআইআর ইস্যুতে মমতা

খবর প্রতিবেদন |
০২:১২ এ.এম | ২৬ নভেম্বর ২০২৫


পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর নিয়ে পথে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তবর্তী বনগাঁয় গিয়ে এসআইআর নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, বাংলা দখলের স্বপ্ন দেখে লাভ নেই। মমতা বলেন, আমায় আঘাত করলে গোটা ভারতবর্ষ হেলিয়ে দেব। আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর আঘাত করলে, প্রত্যাঘাত সহ্য করতে হবে।
মমতা আরও বলেন, এসআইআর নিয়ে ভয় পাবেন না। আমি থাকতে আপনাদের কেউ তাড়াতে পারবে না। টাকা দিয়ে মতুয়াদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন। তার আরও আশঙ্কা, এআই দিয়ে ভুয়া ভোটারকে আসল ভোটার করে দেওয়া হতে পারে। এসআইআরের প্রথম ধাপ শেষ হবে ৪ ডিসেম্বর। তার পর ৯ ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। সেই খসড়া তালিকা প্রকাশের পরে অবস্থা ভয়াবহ হতে পারে বলে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফর্ম ফিলাপ নিয়েও এদিন মুখ খোলেন তিনি। তিনি সাফ বলেন, আমি ফর্ম ফিলআপ করিনি, তবে আপনারা করবেন। এদিকে, এসআইআরের সময়সীমা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বিএলওদের একাংশ সোমবার থেকে রাজ্যের নির্বাচন কমিশনের দফতরের সামনে অবস্থান শুরু করেছেন। তবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) মনোজ কুমার আগরওয়াল বলেছেন, আমরা অভিযোগ পাচ্ছি যে বিএলওরা চাপের মধ্যে আছেন এবং কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। আমরা জেলা ম্যাজিস্ট্রেটদের (ডিএম) তাদের সহায়তা করতে বলেছি। কিছু বিএলও মারা গেছেন বলেও খবর পাওয়া গেছে। আমরা চারটি জেলার ডিএমদের পুলিশ এবং ময়নাতদন্ত রিপোর্ট পাঠাতে বলেছি। আমরা এক বা দুই দিনের মধ্যে তাদের রিপোর্ট পাব। তার পরেই আমরা ব্যবস্থা নিতে পারব এবং তার ভিত্তিতে, আমরা ভারতের নির্বাচন কমিশনকে জানাতে পারব যে এসআইআরের কারণে কর্তব্যরত অবস্থায় মারা গেছেন।

্রিন্ট

আরও সংবদ