খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

ভারতে চলমান এসআইআর কার্যক্রমে

আতঙ্কিত জনগণের সীমান্ত সমাগম, কঠোর নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি বিজিবির

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:৩৬ এ.এম | ২৬ নভেম্বর ২০২৫


সা¤প্রতিক সময়ে ভারতে চলমান ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম SIR (Special Intensive Revision) কে কেন্দ্র করে ভারতের সীমান্তবর্তী বশিরহাট থানাধীন তারালী ও হাকিমপুর সীমান্ত এলাকায় যথাযথ নাগরিকত্বের প্রমানক নথিপত্রাদি বিহীন অনিবন্ধিত জনসাধারণ (কথিত বাংলাদেশী নাগরিকগণ) জড়ো হওয়া ও উদ্ভূত মানবিক সমস্যায় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় গত ৪ নভেম্বর ২০২৫ হতে ভারতের পশ্চিমবঙ্গে বুথ লেভেল অফিসারগণের (BLO) মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম SIR (Special Intensive Revision)  শুরু হয়েছে, যা ৪ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। BLO গণ পশ্চিমবঙ্গের সকল ভোটারের বাড়িতে যাবেন এবং জাতীয়তা/ভোটার যোগ্যতা নিশ্চিত করবেন। SIR ইতিমধ্যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও সাধারণ জনসাধারণের, বিশেষত মুসলিম নাগরিকগণের মাঝে বিতর্কিত ও সংবেদনশীল ইস্যু হিসেবে আবির্ভূত হয়েছে। 
রাজ্য শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুসলিম জনসাধারণ SIR এর বিপক্ষে এবং উগ্র হিন্দুত্ববাদী ও কেন্দ্রীয় শাসকদল বিজেপি SIR এর পক্ষে প্রকাশ্যে অবস্থান ও পরস্পর বিরোধী কর্মসূচি পালন করছে। ইতিপূর্বে বাংলাদেশ হতে অভিবাসী ও পরবর্তীতে ভারতীয় নাগরিকত্বপ্রাপ্ত এবং তাদের বংশধরগণ, বিশেষত ২০০২ সালের ভোটার তালিকার পর বাংলাদেশী বংশোদ্ভূত মুসলিম ভারতীয় নাগরিকগণ বিশেষ আতঙ্ক ও উৎকন্ঠায় রয়েছেন মর্মে জানা যায়। ইতিমধ্যে SIR আতঙ্কে গত ১ নভেম্বর ভারতীয় পুলিশ কর্তৃক ৪৫ জন ব্যক্তিকে আটক করে বাংলাদেশে প্রেরণের জন্য বিএসএফ’র নিকট হস্তান্তর করে। পরবর্তীতে আটক ব্যক্তিগণ ভারতীয় নাগরিক দাবী করলে তাদের পুনরায় পুলিশের নিকট হস্তান্তর করলে নাগরিকত্ব যাচাইয়ের জন্য বসিরহাট মহকুমা কোর্টে হাজির করা হয়।
এছাড়াও ভারতীয় মুসলিম নাগরিকগণকে ‘‘কথিত বাংলাদেশী” আখ্যা দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক নাগরিকত্ব সংক্রান্ত হয়রানীর তথ্য পাওয়া যায়।
ভারতে চলমান এ কার্যক্রমের প্রেক্ষিতে যথাযথ নাগরিকত্ব প্রমানক নথিপত্রাদি না থাকায় প্রতিদিনই অনিবন্ধিত জনসাধারণ (কথিত বাংলাদেশী নাগরিক) তারালী ও হাকিমপুর সীমান্তসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় জড়ো হচ্ছে মর্মে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। দেশে ফেরার অপেক্ষায় নাগরিকত্বের সনদপত্রবিহীন অনিবন্ধিত জনসাধারণ (কথিত বাংলাদেশী নাগরিকগণ) চলমান শীত মৌসুম, খোলা জায়গায় অবস্থান, খাবার ও পানি সংকট সংক্রান্ত বিষয়ে অমানবিক পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করছে। 
সূত্র মারফত জানা যায়, স্থানীয় ব্যবসায়ীগণ অবস্থান গ্রহণকারী নাগরিকদের কাছে কোন প্রকার খাবার বিক্রি না করায় নারী ও শিশুসহ নাগরিকগণ কঠিন সমস্যার সম্মুখীন হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিগণ, সমাজসেবী ও বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিগণের উদ্যোগে কথিত বাংলাদেশী নাগরিকগনের মাঝে শুকনা খাবার ও পানি বিতরণ করা হচ্ছে বলে জানা যায়।
ভারতের অভ্যন্তরীণ SIR ইস্যুতে সীমান্তে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় এবং স্থিতিশীল ও শান্তিপূর্ণ সীমান্ত পরিস্থিতি বজায় রাখতে বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সীমান্তবর্তী আনসার ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে টহল তৎপরতা ও আধিপত্য/নিরাপত্তা ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ