খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনায় মিথ্যা মামলায় জেল খাটলেন নূর হাসান, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৭ এ.এম | ২৬ নভেম্বর ২০২৫


খুলনায় মিথ্যা মামলায় জড়িয়ে ২৪ দিন জেল খাটানো খেটেছেন নূর হাজান মীম গাজী। মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অভিযোগ করেন ভুক্তভোগী নিজেই। তিনি বলেন, আমার সঙ্গে কমিশন ভিত্তিক গার্মেন্টসের পণ্য বিক্রির কাজ করতো ফাহাদ আহমেদ তৃপ্ত নামে একজন ব্যক্তি। ব্যবসা চলাকালীন তিনি আমার কাছে থেকে ২ মাসের কমিশনে অগ্রিম হিসেবে প্রায় ৫ লক্ষ টাকা নেন, যা পরে সমন্বয় করার কথা ছিল। ওই হিসাবের খাতা আমার অনুপস্থিতিতে ফাহাদ ও তাঁর সহযোগীরা আমার প্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে যায় এবং যেদিন এটা নিয়ে যায় সেদিন আমি খুলনার বাইরে ঢাকাতে অবস্থান করি।
তিনি আরো বলেন, কোন একটা দিনে জন্মদিনের কথা বলে তাঁর বাসায় আমাকে ডেকে খাবারের মধ্যে নেশা জাতীয় জিনিস যুক্ত করে মাদকের পরিবেশ তৈরি করা হয়, আমাকে আবেগতাড়িত করে গোপনে ভিডিও ধারণ করে সেটি দেখিয়ে ১০ দিন ধরে ১,৫০,০০০ টাকা আদায়ের জন্য বøাকমেইল করতে থাকে। হিসাব চাইলে তিনি উল্টো আমার থেকে টাকা দাবি করে। ফাহাদ ভিন্ন ভিন্ন তিন জায়গায় সালিশি ডাকেন কিন্তু প্রতিটি জায়গায় থেকে ডকুমেন্ট নিয়ে হাজির হতে বললে তখন আর আসেন না। ফাহাদ নিজেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। কিন্তু আমার জানা তথ্যমতে তিনি ব্যবসা প্রশাসন বিভাগে ২০২২ সেশনে মাত্র ১ বছর পড়েছেন। পরবর্তীতে তিনি নিয়মিত ছাত্র ছিলেন না। তবুও তিনি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙ্গিয়ে নানা অপরাধে জড়িত হয়। জাল কাগজপত্র তৈরি করে তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের এনে একটি সালিশ করেন। আমি প্রমাণসহ বিশ্ববিদ্যালয়ে গেলে তারা দুঃখ প্রকাশ করে এবং বিষয়টি থেকে সরে দাঁড়ান। 
সংবাদ সম্মেলনে আরও বলা হয় কোনোভাবে সুবিধা করতে না পেরে তিনি আমার বিরুদ্ধে ৯টি ধারায় মিথ্যা মামলা করেন এবং সেখানে যে ধরনের কথা উল্লেখ করা হয় প্রাথমিকভাবে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় বিনা অপরাধে আমাকে ২৪ দিন হাজতে থাকতে হয়েছে। আমার একটি ছোট শিশু সন্তান রয়েছে এবং আমার পরিবার সম্পূর্ণভাবে আমার আয়ের উপরই নির্ভরশীল। বিভিন্ন সময় প্রযুক্তির খারাপ অ্যাপস ব্যবহার করে মিথ্যা প্রচার এবং আমার ব্যবসার ক্ষতি করে চলেছে। আরও উল্লেখ্য লবণচরা থানায় প্রাথমিকভাবে অভিযোগ, জিডি এবং যৌথ বাহিনী কাছেও একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়াও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 

্রিন্ট

আরও সংবদ