খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে মতবিনিময়কালে মঞ্জু

ধানের শীষ আপামর জনগণের প্রতীক

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৮ এ.এম | ২৬ নভেম্বর ২০২৫


বাংলাদেশ এখন গণতন্ত্রে উত্তরণের পথে যাচ্ছে উল্লেখ করে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সারাদেশে বিএনপি’র নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করতে চাই। ধানের শীষ শুধু নির্বাচন প্রতীক নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। ধানের শীষ আপামর জনগণের প্রতীক। 
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোডস্থ কিডস্ ক্যাম্পাস কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সাথে সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষার্থীদের নিয়ে ক্লাস পার্টিতে কেক কাটেন প্রধান অতিথি খুলনা-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু। পরে তিনি রূপসা বহুমুখি উচ্চ বিদ্যালয়, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকা ম্যাচ ফ্যাক্টরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য প্রণীত মহাপরিকল্পনা বাস্তবায়নের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নজরুল ইসলাম মঞ্জু। সন্ধ্যার পরে তিনি কেডিএ এভিনিউস্থ পপুলার ডায়াগনিস্টিক সেন্টার ও সিটি ইমেজিং সেন্টার ও মিউচুয়াল ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও খায়রুল ইসলাম লালের পরিচালনায় অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ও অগ্রণী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অফিসার কল্যাণ সমিতির সভাপতি সঞ্জয় মিস্ত্রি ও সাধারন সম্পাদক মোশাররফ হোসেন এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এ সকল কর্মসূচিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, অন্তর্বতী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং নির্বাচনের আবহ তৈরি হয়েছে। এ নির্বাচনে ধানের শীষ প্রার্থীকে ভোট দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।  
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আসলাম হোসেন, মোস্তফা কামাল, মেশকাত আলী, মিজানুজ্জামান তাজ, আলমগীর হোসেন আলম, মোহাম্মাদ আলী, ওহেদুর রহমান বাবু, সুলতান মাহমুদ সুমন, শরিফুল ইসলাম সাগর, নুরুল ইসলাম লিটন, শাকিল আহমেদ, সাইমুন ইসলাম রাজ্জাক, রোকেয়া ফারুক, গোলাম নবী ডালু, মুশফিকুর রহমান অভি, আলম হাওলাদার, মেজবাউল আলম পিন্টু, সুমন হাওলাদার, শহিদুল ইসলাম বাবু, আলাউদ্দিন আলম, ফিরোজ আহমেদ, ওহাব শরীফ, আবু তালেব মোল্লা, আব্দুল করিম, সাখাওয়াত হোসেন, এম এ সালাম, সমির কুমার সাহা, লিটু পাটোয়ারী, এড. এনামুল কবির, আসমত হোসেন, জাহান আলী, ডা. আব্দুস সালাম, এস এম মাহমুদ, খায়রুল বাসার, সেলিম বড় মিয়া, পারভেজ মোড়ল, স্বপন হাওলাদার, ইউসুফ মোল্লা, শেখ আব্দুর রশিদ, ফারুক হোসেন খান, জিএম মুজিবর রহমান, ফিরোজ হোসেন, শুকুর আলী, নাজমুল আহসান, কামরুল ইসলাম খোকন, শামীম রেজা, আশিকুর রহমান, মাসুদ রুমী, রাজু আহমেদ রাজ, রেজাউল ইসলাম, শাহনেওয়াজ, আসাদ সানা, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ, শেখ মোঃ আসলাম, মাসুদ রানা, হারুন হাওলাদার, তানভীর প্রিন্স, শাহিন হোসেন, মামুনুর রহমান রাসেল, রুহুল আমিন রাসেল, মোঃ আলী খান, শহীদ গাজী, ফারুক হোসেন, মামুন রেজা, ইউসুফ মোল্লা, মহসীন খান, লুৎফুন নাহার লাভলী ও এস এম সজল প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ