খুলনা | বুধবার | ২৬ নভেম্বর ২০২৫ | ১১ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনায় আলামিন হত্যাকান্ডের আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৮ এ.এম | ২৬ নভেম্বর ২০২৫


খুলনায় আলামিন হত্যাকান্ডে জড়িত সন্দেহে আকাশ হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দৌলতপুর থানা পুলিশ।
সোমবার খুলনা সদর থানাধীন সার্কিট হাউস এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৫ নভেম্বর) হত্যায় ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারের পর নিবিড় জিজ্ঞাসাবাদে আকাশ হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলোর অবস্থান জানায়। পরে ডুবুরি দলের সহায়তায় মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকার জনৈক তপন কুমার দত্তের পুকুর থেকে একটি চাপাতি, একটি বড় ছোরা এবং একটি মাঝারি সাইজের ছোরা উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ, মো: রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে আকাশ হাওলাদার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 
উল্লেখ্য, গত ৩ আগস্ট রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকায় পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় আলামিন হাওলাদারকে। পরে তার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে হত্যা মামলা দায়ের করেন।

্রিন্ট

আরও সংবদ