খুলনা | বৃহস্পতিবার | ২৭ নভেম্বর ২০২৫ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ২৭ নভেম্বর ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জনকে  মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসন এই মোবাইল কোর্ট পরিচালনা করে। সড়ক পরিবহন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
এ সময় অবির হোটেল ও রুমি হোটেলে পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি ব্যবহার, বাসি তেল পুনর্ব্যবহার না করা ও মানসম্মত উপাদান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইন মেনে চলার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

্রিন্ট

আরও সংবদ