খুলনা | বৃহস্পতিবার | ২৭ নভেম্বর ২০২৫ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

রামপালে প্রচারণা সভায় ড. ফরিদুল

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি

রামপাল প্রতিনিধি |
১২:৪৯ এ.এম | ২৭ নভেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকালে রামপালের বাইনতলা ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারণা সভা কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 'ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে’ এই স্লোগানকে সামনে নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে প্রচারণা সভায়টি জনসভায় রূপান্তরিত হয়। 
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা ও ফকিরহাট আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাবেক নেতা মোস্তফা কামাল পাটোয়ারি, কাজি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান পিয়াল, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, মোল­া কামারুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মলি­ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সাবেক ছাত্রদল নেতা মোল­া তরিকুল ইসলাম শোভন, মোতালেব হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক সহগ্র নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশেষ করে অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
প্রচারণা সভায় প্রধান অথিতির বক্তব্যে ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তারেক রহমানের ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা সাম্যের বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমি আপনাদের সন্তান। বিগত ২০ বছর ধরে আপনাদের পাশে আছি, আমৃত্যু পাশে থাকবো ইনশাআল­াহ। তারেক রহমানের নির্দেশনায় আমরা রামপাল, মোংলা ও ফকিরহাট জানপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি, নিরাপত্তা ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় কাজ করবো। তিনি বিশেষ করে তরুন ও যুব সমাজকে বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহŸান জানান। কয়েকদিন পূর্বে ভোজপাতিয়ায় কথিত বিএনপি নামধারী কিছু ফ্যাসিষ্টকে বিএনপি সাজিয়ে জামায়াত তাদের দলে যোগ দিয়েছে। মানুষের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে জামায়াত পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। তাদের থেকে সাবধান থাকার জন্য নেতা-কর্মীদের অনুরোধ করেন এই নেতা।

্রিন্ট

আরও সংবদ