খুলনা | শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩২

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের গণবিজ্ঞপ্তি, দরখাস্ত আহবান

খবর প্রতিবেদন |
০২:০২ এ.এম | ২৭ নভেম্বর ২০২৫


বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে গত ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম জুডিসিশিয়াল এ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহŸান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সুপ্রিম জুডিশিয়াল এ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগ বিষয়ক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুসরণপূর্বক আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ডাকযোগে/সরাসরি প্রেরণ করার জন্য দরখাস্ত  আহŸান করে  বুধবার (২৬ নভেম্বর) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের স্বাক্ষরযুক্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপন করে বাংলাদেশের প্রধান বিচারপতির পরামর্শ যাচনা করেন। গত ২০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট প্রথমবারের মত সুপ্রিম জুডিশিয়াল এ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সেদিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করা হয় এবং পরদিন (২৬ আগস্ট) বাংলাদেশের প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান।
 

্রিন্ট

আরও সংবদ