খুলনা | সোমবার | ০১ ডিসেম্বর ২০২৫ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

কারাগারে বন্দী চিতলমারীর ব্যবসায়ী মিজানুরের মৃত্যু

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি |
০৬:০৩ পি.এম | ২৭ নভেম্বর ২০২৫


কারাগারে বন্দী মোঃ মিজানুর রহমান শেখ (৪৫) নামের চিতলমারীর এক ব্যববসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিজানুর রহমানের ছোট ভাই শাহিন শেখ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মিজানুর রহমান বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মোক্তার হোসেনের বড় ছেলে ও বাগেরহাটের চিতলমারী সদর বাজারের মুরগি ব্যবসায়ী ছিলেন।

মিজানুরের ভাই শাহিন শেখ বলেন, ‘চিতলমারী বাজারের ফিড ও মুরগীর পাইকারি ব্যবসায়ী রিপন মন্ডল ওরফে মুরগী রিপন আমার ভাই মিজানুরের নামে ২০২৩ সালে একটি চেক ডিজঅনারের মামলা করে। মামলায় ভাইয়ের ৬ মাসের জেল হয়। সাড়ে ৪ মাস কারাভোগের পর বুধবার বিকেলে ভাই বাগেরহাট কারাগারে অসুস্থ্য হন। বৃহস্পতিবার রাত ৩ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে আমরা হাসপাতালের মাধ্যমে তার মৃত্যু খবর পাই।’

মৃত্যুকালে মিজানুর রহমান দশম শ্রেণী ও চতুর্থ শ্রেণীতে পড়–য়া ২টি কণ্যা সন্তান ও স্ত্রী রেখে গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামে পৌঁছালে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানের দাফন সম্পন্ন হবে।

বাগেরহাট কারাগারের জেল সুপার মোঃ মোস্তাফা কামাল জানান, বন্দী মিজানুর রহমান অসুস্থ্য হলে খুলনায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

্রিন্ট

আরও সংবদ