খুলনা | শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি

জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৪ এ.এম | ২৮ নভেম্বর ২০২৫


আসন্ন সমাবেশকে সফল করতে বৃহস্পতিবার বিকেল ৪টায় ডাকবাংলা এলাকায় লিফলেট বিতরণ ও সন্ধ্যায় প্রস্তুতিমূলক বৈঠক জামায়াতের মহানগর অফিসে অনুষ্ঠিত হয়। সকাল থেকে কর্মীরা বিভিন্ন বাজার ও গুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে সমাবেশের উদ্দেশ্য, সময় ও কার্যক্রম তুলে ধরে লিফলেট বিতরণ করেন। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে সমাবেশকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়। বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তারা আরও জানান, আগামীতে আরও প্রচারণা কর্মসূচি আয়োজন করা হবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮দলের উদ্যোগে ১ ডিসেম্বর বেলা ২টায় খুলনা বিভাগীয় সমাবেশের আজকের প্রস্তুতিমূলক বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর খেলাফত মজলিসের সভাপতি মুফতী শরীফ সাঈদুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল­াহ জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল­াহ, জামায়াতের জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শাহআলম, জেলা সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন,  খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহীদুল ইসলাম, নগর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি এসএম রেজাউল করিম, নগর শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোঃ দ্বীন ইসলাম, খেলাফত মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মাহফুজুর রহমান, জেলা নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন, জেলার প্রচার সম্পাদক মোঃ সফিকুল হাসান, নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল ও সহ-সভাপতি আব্দুল কাইউম জমাদ্দার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ