খুলনা | শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ২৮ নভেম্বর ২০২৫


অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অরুনা বিশ্বাস (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুনা বিশ্বাসের স্বামীর নাম পরিচয় জানা যায়নি। 
প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ১০টার দিকে নিটল টাটা অফিসের সামনে রেললাইনে অজ্ঞাতনামা এক নারী বসে ছিলেন। এ সময় যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ওই নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সাবেক সেনা সদস্য মশিয়ার রহমান বলেন নিহত নারী অরুনা ঢাকার ধামরাই এলাকা থেকে যশোরের বসুন্দিয়া মোড় এলাকায় মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। 
নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০টার দিকে যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে জিআরপি পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থার মধ্যদিয়ে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

্রিন্ট

আরও সংবদ