খুলনা | শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

রামপালে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় ড. ফরিদুল

রামপাল প্রতিনিধি |
০১:০০ এ.এম | ২৮ নভেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামপালের পেড়িখালি ইউনিয়নে ধানের শীষের পক্ষে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে প্রচারণা সভাটি জনসভায় রূপ নেয়। বৃহস্পতিবার বিকেল ৩টায় বড়কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও রামপাল-মোংলা ও ফকিরহাট আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান পিয়াল, বিএনপি নেতা আবক্ষাস উদ্দিন, মোল­া কামারুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মলি­ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল­া তরিকুল ইসলাম শোভন, মোতালেব হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক সহগ্র নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন তারেক রহমানের ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সাম্যের বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সঙ্গে নিয়ে পথচলা শুরু করেছি। বিগত ২০ বছর ধরে আপনাদের পাশে আছি, আমৃত্যু পাশে থাকব ইনশাল­াহ।
তিনি বলেন, রামপাল-মোংলা ও ফকিরহাট অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বিএনপি নিরলসভাবে কাজ করছি। তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহŸান জানিয়ে বলেন, কোনো প্রতীকের প্রলোভনে পা দেবেন না। হালাল উপার্জন, সত্যের পথে চলা ও ধর্মীয় অনুশাসন মেনে চললেই প্রকৃত শান্তি আসে, ভোটের প্রতীকে নয়। ড. ফরিদ যুব সমাজকে বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের আহŸান জানান।
নারীর অর্থনৈতিক মুক্তিকে টেকসই রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত বলে উলে­খ করে তিনি বলেন, দেশের অর্ধেক মানুষ নারী। তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। সভাস্থলে শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

্রিন্ট

আরও সংবদ