খুলনা | শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলের সাংবাদিকদের সাথে জাপা নেতৃবৃন্দের মতবিনিময়

নড়াইল প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ২৮ নভেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে প্রেসক্লাব হলরুমে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ ও ভূমিকা প্রসঙ্গে মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের রহমান, নড়াইল জেলা শাখার সভাপতি এড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, কেন্দ্রীয় সদস্য গাজী মাহাবুয়াউর রহমান ইমরান, জেলা সহ-সভাপতি লিয়াকত হোসেন হিকমত, সাধারনণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহরিয়ার পারভেজ ইমন, লোহাগড়া উপজেলা সভাপতি মলি­ক সাইফুজ্জামান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সদর উপজেলা সভাপতি সাইদুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সভায় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, সহ-সভাপতি এড. মোঃ আজিজুল ইসলাম, কোষাধাক্ষ মোস্তফা কামাল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুন্সী আসাদুর রহমান, নির্বাহী সদস্য ও নড়াইল কন্ঠের সম্পাদক হাজী হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির টুকু, দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী সামদানিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, বিগত সরকারের আমলের নড়াইলে তেমন কোন উন্নয়ন হয়নি। আমরা বিরোধী দলে থাকলেও আমাদের মতামতের কোন গুরুত্ব দেয়নি বিগত সরকার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। এ সময় নড়াইল -১ আসন থেকে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মাহাবুয়াউর রহমান ইমরানকে পরিচয় করিয়ে দেন নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ