খুলনা | শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩২

দিঘলিয়ায় মাওঃ কবিরুল ইসলাম

আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ২৮ নভেম্বর ২০২৫


খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতী কাজকে বেগবান করতে হবে। এলাকায় এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেখানে খুন-গুম, চাঁদাবাজি, দখলবাজী, ঘুষ, দুর্নীতি থাকবে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব মত ও পথ দেখেছে। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরও মানুষের মাঝ থেকে খুন, ঘুষ, দুর্নীতি, জুলুম, চাঁদাবাজি, মাদক, জুয়া কোনোটাই বিদায় হয়নি। মাত্র হাত বদল হয়েছে। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়। 
শুক্রবার বাদ মাগরিব দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, জেলা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃ সাইফুল­াহ মানসুর, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, মোঃ মুরাদুর রহমান। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রধান অতিথি কয়েকশত নেতা-কর্মীদের নিয়ে বাদ আসর থেকে উপজেলা মোড় থেকে ব্রহ্মগাতী কাঠমিল পর্যন্ত গণসংযোগ করেন। পরে তিনি উপজেলা সংলগ্ন খেজুরবাগানে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন।  

্রিন্ট

আরও সংবদ