খুলনা | শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩২

দিঘলিয়ার নারী ইউপি সদস্য সালেহা বেগমের ইন্তেকাল

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ২৮ নভেম্বর ২০২৫


দিঘলিয়ায় সংরক্ষিত নারী ইউপি সদস্য সালেহা বেগম (৫৮) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি এক পুত্র, দু’কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ অঞ্চলে তিনি একজন সম্মানিত নারী ইউপি সদস্য হিসাবে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে দিঘলিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। দিঘলিয়া ঈদগাহ ময়দানে মাগরিব বাদ জানাজা শেষে নগরীর গোয়ালখালি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি আজিজুর রহমান সোহেল, মাওলানা আসাদুল­াহ খামিনি, মুফতি ড. রফিকুল ইসলাম,  হাফেজ খান সাইদুর রহমান,  জেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ আমিরুল ইসলাম, ব্যাংকার মোল­া মাকসুদুল ইসলাম প্রমুখ।   

্রিন্ট

আরও সংবদ