খুলনা | শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধে ৪ জন আহত

নড়াইল প্রতিনিধি |
১২:২২ এ.এম | ২৯ নভেম্বর ২০২৫


জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে  বুড়িখালি গ্রামে একটি বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে আইয়ুব মোল­া ও মিন্টু খার মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।  সকালে বিরোধপূর্ণ এই  জমির মাপামাপি করার সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় হান্নান খান, ফারুক ভূঁইয়া, রাজিব ভূঁইয়া ও তবিবুর ভূঁইয়া গুরুতর আহত হলে তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 

্রিন্ট

আরও সংবদ