খুলনা | শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩২

সমাবেশ উপলক্ষে নগরীতে লিফলেট বিতরণ

আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলে সর্বস্তরের জনসাধারণকে আহবান

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ২৯ নভেম্বর ২০২৫


আসন্ন বিভাগীয় সমাবেশ উপলক্ষে আজকের কর্মসূচি অনুসারে খুলনা বিভাগের সকল জেলা ও খুলনা মহানগরীতে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকায় আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দ ও  স্বেচ্ছাসেবীরা জনগণের মাঝে দুপুর ১২টার সমাবেশের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ প্রচারণা চালানো হয়েছে। লিফলেট বিতরণের পাশাপাশি পথচারী ও স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের মাধ্যমে সমাবেশের মূল বার্তা ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। আজ শনিবার ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল ও পেশাজীবি, সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় এবং ৩০ নভেম্বর দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং ও সকল কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনসাধারণকে আহŸান জানানো হয়। এছাড়া সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রচার-মিডিয়া, অফিস, মঞ্চ, ডেকোরেশণসহ অন্যান্য বিভাগের সাব ও উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

্রিন্ট

আরও সংবদ