খুলনা | সোমবার | ০১ ডিসেম্বর ২০২৫ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩২

যশোরে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলিসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক |
০৬:১৫ পি.এম | ৩০ নভেম্বর ২০২৫


যশোরে ৫টি অস্ত্র, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ লিটন গাজী নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে যশোর সদর উপজেলার মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার এ তথ্য জানিয়েছেন। আটক লিটন গাজী যশোর সদর উপজেলার মধুগ্রামের নূর ইসলাম গাজীর ছেলে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ডিবির ওসি মঞ্জুল হক ভুঞার নেতৃত্বে একটি বিশেষ টিম শনিবার রাতে যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, লিটন গাজী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রের চালানটি চট্টগ্রামে পাঠানোর জন্য ভারত থেকে আনা হয়েছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

্রিন্ট

আরও সংবদ