খুলনা | বুধবার | ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩২

তারেক রহমান শিগগিরই দেশে আসবেন: সালাহউদ্দিন আহমদ

খবর প্রতিবেদন |
১১:৫৩ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৫


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ রাতে (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানাবেন। 

্রিন্ট

আরও সংবদ