খুলনা | মঙ্গলবার | ০২ ডিসেম্বর ২০২৫ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩২

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৫


ইসরায়েলের সেনাবাহিনী বর্তমানে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইৎজাক ব্রিক। 
ইসরায়েলি সংবাদপত্র দৈনিক মারিভ-এর এক মতামত কলামে ব্রিক বলেন, সা¤প্রতিক মাসগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর হাজার হাজার কর্মকর্তা ও নন-কমিশনড অফিসার (এনসিও) সরকারের ডাকে সাড়া দেননি বা তাদের চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। 
সেনাবাহিনীর তথ্যের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, গত দুই বছরে গাজার গণহত্যা যুদ্ধে ৯২৩ ইসরায়েলি সেনা সদস্য নিহত ও ৬ হাজার ৩৯৯ জন আহত হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার সেনা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে (পিটিএস) ভুগছেন। তবে কঠোর সামরিক সেন্সরের কারণে সেনাবাহিনীর ক্ষতির পরিমাণ কম দেখানোর অভিযোগ আছে, যাতে করে সেনাদের মনোবল ধরে রাখা যায়। 
জেনারেল ব্রিক লিখেছেন, অনেক অফিসার তৎক্ষণাৎ অবসর চান এবং তরুণ নতুন সেনারা দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে সামরিক বাহিনীতে তীব্র কর্মী ঘাটতি দেখা দিয়েছে। 
তিনি আরও বলেন, জনবলের এই হঠাৎ পতন সরঞ্জামের রক্ষণাবেক্ষণের পাশাপাশি পুরো যুদ্ধ পরিচালনা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শিগগিরই সেনাবাহিনী ‘সম্পূর্ণ কাজ করার ক্ষমতা হারাতে পারে’ বলে সতর্ক করেছেন এই সামরিক বিশ্লেষক। 
এই সংকটের জন্য সা¤প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীর নেতৃত্বে থাকা কর্মকর্তাদের নেওয়া ‘ভুল সিদ্ধান্ত’কে দায়ী করে ব্রিক বলেন, ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং স্বল্পকালীন সেবার মেয়াদ-পুরুষদের জন্য তিন বছর, নারীদের জন্য দুই বছর করার মতো সিদ্ধান্ত বাহিনীতে বড় শূন্যতা তৈরি করেছে, যা দ্রুত পূরণ করা সম্ভব নয়।
তিনি বলেন, এই শূন্যস্থানগুলো ‘অভিজ্ঞ পেশাদারদের চাকরি থেকে বরখাস্ত করেছে এবং সংবেদনশীল ভূমিকায় অপ্রস্তুত কর্মীদের বর্তমান যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় অক্ষম করে তুলেছে।’
ব্রিক আরও অভিযোগ করেন, ইসরায়েলি সেনাবাহিনীর মানবসম্পদ বিভাগ বছরের পর বছর ধরে ‘পেশাদারিত্ব বা দায়িত্ব ছাড়াই’ কাজ করে আসছে এবং ব্যবস্থাপনা ও চাহিদা মূল্যায়নের মূল সমস্যাগুলোকে উপেক্ষা করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ২০২৩ সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলের আক্রমণের পর থেকে দেশটির বর্ধিত নিরাপত্তা চাহিদা এবং দুই বছরের গাজা যুদ্ধে হাজার হাজার সৈন্যের মৃত্যু ও আহত হওয়ার কারণে বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে ১২ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে।  
সূত্র: টিআরটি

্রিন্ট

আরও সংবদ